পুলিশ প্লাজার সামনে যুবককে গুলি করে হত্যা, মূলহোতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০২ এএম, ২৬ মার্চ ২০২৫
গুলিতে নিহত সুমনের ছবি

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট ব্যবসায়ী টেলি সুমন ওরফে সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, ২০ মার্চ রাত ৯টার দিকে পুলিশ প্লাজার উত্তর পশ্চিম পাশে ফজলে রাব্বি পার্কের পূর্বদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ইন্টারনেট ব্যবসায়ী টেলি সুমন ওরফে সুমনকে। এ ঘটনায় গুলশান থানায় মামলা করেন নিহতের স্ত্রী মৌসুমী আক্তার।

হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত করে আসছিল। পরে ২৫ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি দল সুমন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী দুজনসহ মূলহোতাকে গ্রেফতার করে।

গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে বুধবার (২৬ মার্চ) উত্তরা র‍্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম।

টিটি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।