বনানীতে বাস উল্টে ৪২ পোশাকশ্রমিক আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৮ মার্চ ২০২৫
বনানীতে উল্টে যাওয়া বাস

রাজধানীর বনানীতে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসটিতে থাকা ৪২ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) সকালে বনানীতে আর্মি স্টেডিয়ামের সামনে ফাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টসকর্মীদের আনা-নেওয়া করতো। গার্মেন্টসকর্মীদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। পথে বনানীতে এই দুর্ঘটনা ঘটে। এতে ৪২ জন শ্রমিক আহত হন। তবে ছয়জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। মালিকপক্ষ আহতদের দেখভাল করছে।

বাসটি কেন এবং কী কারণে উল্টে গেলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

টিটি/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।