বেইজিংয়ে উৎপাদন ও বাজার সম্ভাবনা বিষয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৮ মার্চ ২০২৫

চীনের রাজধানী বেইজিংয়ে ‘বাংলাদেশ ২.০: উৎপাদন ও বাজার সম্ভাবনা’ শীর্ষক উচ্চ পর্যায়ের গোলটেবিল আলোচনায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের দ্য প্রেসিডেনশিয়াল হোটেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য জানান।

চীন সরকারের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আজ সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া উপ-রাষ্ট্রপতি হান ঝেং ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন।

সফর শেষে আগামী ২৯ মার্চ তিনি দেশে ফিরে আসবেন প্রধান উপদেষ্টা।

এমইউ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।