ঈদে রূপচর্চায় ব্যস্ত রাজধানীর বিউটি পার্লার

মোঃ সামিউর রহমান সাজ্জাদ
মোঃ সামিউর রহমান সাজ্জাদ মোঃ সামিউর রহমান সাজ্জাদ , নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৯ মার্চ ২০২৫
ছবি: সংগৃহীত

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কড়া নাড়ছে দরজায়। এরই মধ্যে ঈদের কেনাকাটা সেরে ফেলেছেন অনেকেই। বাকি রয়েছে রূপচর্চার কাজ। তাই দিন ঘনিয়ে আসার সঙ্গে ভিড় বাড়ছে রাজধানীর বিভিন্ন সেলুন ও পার্লারগুলোয়।

কারো চুলটা রাঙাতে হবে, ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে কারও চাই ফেসিয়াল। মেহেদিতে হাত রাঙানো থেকে শুরু করে চুল ও পায়ের নখ পর্যন্ত চলছে পরিচর্যা। পার্লারকর্মীদের যেন দম ফেলার সময় নেই। ঈদকে সামনে রেখে দীর্ঘ হচ্ছে সেবা গ্রহিতাদের সারি। পার্লারে উপচেপড়া ভিড় লক্ষণীয় শহরের বিউটি পার্লারগুলোতে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর ধানমন্ডি, মিরপুর, বনানী, গুলশান এলাকার বিভিন্ন পার্লারে সরেজমিনে দেখা যায়, কর্মীদের এখন দম ফেলার সময় নেই। ঈদ প্রায় চলেই এসেছে। শেষ মুহূর্তে নিজেকে আকর্ষণীয় করতে তরুণ-তরুণীরা ভিড় জমাচ্ছেন, বাদ যাচ্ছেন না বয়স্করাও।

চুলকাটা, কালার করা, ভ্রু প্ল্যাক, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর আরো কত কী!

বিউটি পার্লারের কর্মীরা জানান, ২৫ রমজানের পর থেকেই তরুণীরা নিজেদের পরিপাটি করতে ব্যস্ত হয়ে ওঠেন। রমজান মাসের শুরু থেকেই অনেকে ভিড় জমান শহরের বিভিন্ন বিউটি পার্লারে। বিউটিশিয়ানরাও ব্যস্ত সময় কাটান তরুণীদের মনের মতো করে সাজাতে।

পার্সোনা বিউটি পার্লার মিরপুর ব্র্যাঞ্চের ম্যানেজার হেলেন জাগো নিউজকে বলেন, সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খুব ব্যস্ততায় সময় কাটছে। বেশিরভাগ তরুণী চুলকাটা, রঙ করা, ভ্রূ প্ল্যাক, ফেসিয়াল করছেন বলে জানান। তবে ঈদের আগের রাত আরও বেশি ব্যস্ততা বাড়বে।

আরও পড়ুন

মেকওভার করতে আসা একজন তরুণীর সঙ্গে কথা হচ্ছিল। মাইশা নামক তরুণী জাগো নিউজকে বলেন, ঈদে নিজেকে সুন্দরভাবে প্রজেন্ট করতে কে না চায়। তাই মেকওভার করতে আসা। আমি হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিওর, মেনিকিওর করার উদ্দেশ্য নিয়ে এসেছি। দেখি ভালো লাগলে কালারও করাবো।

শহরের মিরপুর, গুলশান, বনানী, উত্তরা, বাড্ডাসহ প্রায় সব এলাকার বিউটি পার্লারেই তরুণীদের উপস্থিতি সমাগম।

ফারজানা শাকিলস মেকওভার স্যালন লি এর মার্কেটিং ম্যানেজার অদিতি বাড়ৈ জাগো নিউজকে বলেন, এবার ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহকদের মধ্যে সৌন্দর্যচর্চার প্রতি আগ্রহ বেশ বেশি দেখা যাচ্ছে। প্রতিবারের মতো এবারও স্কিন ব্রাইটেনিং ফেসিয়াল, হাইড্রা ডার্মাব্রেশন ফেসিয়াল, মেনিকিউর-পেডিকিউর, হেয়ার কাট, হেয়ার কালার এবং হেয়ার ট্রিটমেন্টের চাহিদা সবচেয়ে বেশি। ঈদের আগে বিশেষ করে শেষ মুহূর্তে ভিড় বাড়বে বলে আমরা আশা করছি।

কী স্পেশাল অফার রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বিশেষ ঈদ প্যাকেজ রয়েছে, যেখানে হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, মেনি-পেডি ইত্যাদি সেবায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এছাড়া, কিছু কম্বো প্যাকেজ রয়েছে যা গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক। বিস্তারিত অফার সম্পর্কে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে আপডেট দেওয়া আছে।

গ্রাহকদের চাহিদা ভালোই রয়েছে, বিশেষ করে স্কিন ব্রাইটেনিং ফেসিয়াল, হাইড্রা ডার্মাব্রেশন ফেসিয়াল, হেয়ার কালার এবং নেইল এক্সটেনশনের চাহিদা বেড়েছে।

আরও পড়ুন

গত বছরের মতো এবারও একই রকম ব্যস্ত সময় যাচ্ছে, তবে শেষ মুহূর্তের বুকিং সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান অদিতি। যদিও সামগ্রিক অর্থনৈতিক অবস্থা চ্যালেঞ্জিং, তারপরও ঈদ উপলক্ষে গ্রাহকদের আগ্রহ কমেনি।

তিনি জানান, আমরা কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে বাজেট-ফ্রেন্ডলি প্যাকেজ ও ডিসকাউন্ট চালু করেছি, যেন সবাই তাদের পছন্দের সেবা নিতে পারেন। সেবার মান ঠিক রেখে আমরা দাম যতটা সম্ভব স্থিতিশীল রাখার চেষ্টা করেছি। গ্রাহকদের সুবিধার্থে, আমরা কম্বো অফার ও ডিসকাউন্ট চালু করেছি, যেন সেবাগুলো তাদের জন্য আরও সাশ্রয়ী হয়।

আমাদের ১৫০ জনের বেশি কর্মী আছেন, যারা গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ধানমন্ডি, উত্তরা, গুলশান ও মিরপুর এ ব্রাঞ্চ রয়েছে। ঈদের আগে গ্রাহকদের সুবিধার্থে আমাদের আউটলেটগুলো রাত ৯টা ৩০ পর্যন্ত খোলা থাকবে।

এসআরএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।