রাজধানীতে যত্রতত্র ভবন নির্মাণ নয় : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১০:৫১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

রাজধানীতে যত্রতত্র ভবন নির্মাণ এবং হাসপাতাল নির্মাণের অনুমতি না দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শনের সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, কুড়িল ফ্লাইওভারের ওখানে যেখানে দুটো লেক করার কথা, আমি জানি অনেক বাঁধা আছে। ওখানে পুলিশের কিছু জায়গা পড়েছে তারা বাঁধা দেয়। তারপরে যমুনা ও বসুন্ধরা- তাদেরও ঘোর আপত্তি। তবে এই আপত্তিতে কিছু আসে না।

রাজধানীর কুড়িলের লেক উদ্ধারে কোন বাধাই মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, মূল প্ল্যানে আছে দুটো লেক হবে। কাজেই এটা খুব দ্রুত করা দরকার। কারও আপত্তি মানার কোনো প্রয়োজন নাই। বিশাল জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে আমাদের ভূমি ব্যবস্থাপনা সুষ্ঠু ও পরিকল্পিতভাবে হওয়া দরকার।

প্রধানমন্ত্রী  বলেন, আমাদের চাষোপযোগী জমির যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেদিকেও আমাদের খেয়ার রাখতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।