পল্লবীতে জুয়ার আসর থেকে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৯ এপ্রিল ২০২৫

রাজধানীর পল্লবী থানাধীন প্যারিস রোড এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঝটিকা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. সাইদুর রহমান শেখ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. রুবেল মিয়া (৩০), মো. ফোরকান (৪৫) ও মো. শরিফুল ইসলাম (৩০)।

সাইদুর রহমান বলেন, রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় জুয়ার আসর থেকে তিন জুয়ারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় অবৈধভাবে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন প্যারিস রোড এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতেই র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার প্লেয়িং কার্ড (তাস) ৮ সেট, মোবাইল ফোন ৭টি এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার আসামিরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তারা বিভিন্ন সময়ে নানা ধরনের জুয়ার আসর পরিচালনা করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পল্লবী থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে ।

র‌্যাব-৪ এর জুয়া বিরোধী বিশেষ নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।