চট্টগ্রামে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৫ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে মো. মিজান (৩২) এবং জাহিদুল ইসলাম জিসান (২৫) নামে দুই চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সিএমপির বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তলের ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা, ধারালো ছোরা এবং অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়য়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তারা এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজি করে সাধারণ লোকজনের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এর আগেও তাদের একাধিকবার অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার মিজানের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ১১টি এবং জিসানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।