২২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৫

 

প্রতি বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর ওই সময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় আগামী ২২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হবে।

এ অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বুধবার (১৬ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি।’

আরএমএম/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।