সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০ এএম, ২৬ এপ্রিল ২০২৫

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ দিয়ে সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ আরিফুল ইসলাম, যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুব আলম এবং উপ-সচিব মো. রফিকুল ইসলাম সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।

আরিফুল ইসলামকে সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ অফিস, মাহবুব আলমকে জেদ্দায় বাংলাদেশ হজ অফিস এবং রফিকুল ইসলামকে মদিনায় বাংলাদেশ হজ অফিসে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বোচ্চ তিন মাস মেয়াদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আরএমএম/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।