পুলিশ কনস্টেবল নিয়োগ হচ্ছে যোগ্যতার ভিত্তিতে, আর্থিক লেনদেনে নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৯ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধা-যোগ্যতার ভিত্তিতে চলছে। এ নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অসদুপায় অবলম্বন না করতে আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেউ আর্থিক লেনদেন বা অন্য কোনো উপায়ে কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে কোনো প্রতারকের সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানা বা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করার জন্যও জানানো হয়েছে।

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।