বৃষ্টিতে ছাদে ভিজতে গিয়ে পা পিছলে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর আফতাবনগরে নয়তলা ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে তানহা আক্তার (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরীর বাবা আব্দুস সালাম বলেন, আমার মেয়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী। দুপুরে বৃষ্টিতে বাসার নয়তলার ছাদে ভিজতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এমআইএইচএস/