কলেজছাত্রীকে ইভটিজিং করে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ এএম, ০৪ মে ২০২৫
ইভটিজিংয়ের ভিডিও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ

ডেমরার ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)। এদিন রাত সাড়ে ৯টার দিকে ডেমরার সারুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডেমরা থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ১৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টার দিকে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে বাসায় ফেরার পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবকের অশালীন অঙ্গভঙ্গির শিকার হন কলেজের ডিপ্লোমা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী। ঘটনাটি তিনি তার স্বামীকে জানান, কিন্তু অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। ৩০ এপ্রিল সকাল ১০টার দিকে ফেসবুকে তাকে ইভটিজিংয়ের ভিডিও দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে শনাক্ত করা হয়।

এ ঘটনায় ইভটিজিংয়ের শিকার হওয়া কলেজছাত্রীর স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেমরা থানায় একটি মামলা করা হয়।

তিনি বলেন, মামলার পরপরই ডেমরা থানার একটি চৌকস দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ডেমরার সারুলিয়া বাজার এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত মো. রোমান সিকদার ও শুভ হাওলাদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

টিটি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।