চট্টগ্রামে চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৪ মে ২০২৫

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে মো. নাফিজ ইকবাল (২৪) ও মোহাম্মদ হোসাইন (২৮) নামের পেশাদার চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ মে) সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাফিজ ইকবাল চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন কাঞ্চনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ছমদর পাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে এবং মোহাম্মদ হোসাইন চট্টগ্রামের পটিয়া থানাধীন খরনা ইউনিয়নের মুজাফরাবাদ গ্রামের প্রয়াত মো. আলমের ছেলে। নাফিজ চান্দগাঁওয়ের শহীদ পাড়া এবং হোসাইন বাকলিয়ার তুলাতলী এলাকায় বসবাস করে বলে জানায় পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গত বছরের নভেম্বর মাসের এক চুরির মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা পেশাদার চোরচক্রের সদস্য। দুই আসামিকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।