জমি কেনায় দুর্নীতি

ন্যাশনাল লাইফের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৪ মে ২০২৫
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলম/ ছবি- সংগৃহীত

জমি কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সাবেক এমপি মোরশেদ আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংয়ের এমডি সাইফুল আলমকে আসামি করা হয়েছে।

রোববার (৪ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক গোলাম মাওলা বাদী হয়ে এ মামলা করেন।

আরও পড়ুন

মামলার এজাহারে বলা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোম্পানির এরিয়া অফিসের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলম তার ভাই মো. জসিম উদ্দিনের মালিকানাধীন জমি কেনেন। বিষয়টি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকা সত্ত্বেও তা গোপন করে অস্বাভাবিক দামে এ জমি কেনা হয়। এর মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, ৩ কোটি ৭৮ লাখ টাকা জমির দাম হলেও ৬ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা।

এসএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।