পাহাড়তলীতে ইয়াবাসহ বাসযাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৫ মে ২০২৫

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ নুরুল আমিন (৩৩) নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ মে) দিবাগত রাতে পাহাড়তলী থানাধীন কৈবল্যধাম ঢাকা ট্রাংক রোডে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার নুরুল আমিন কক্সবাজর জেলার চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক রমিজ আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মূলত কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমডিআইএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।