চট্টগ্রামে মাটি খুঁড়তে মিলল ৬ ‘মর্টার শেল’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৯ এএম, ০৬ মে ২০২৫

চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের মাটি খুঁড়তে গিয়ে ৬টি মর্টার শেল উদ্ধার হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচ থেকে এসব বোমাসদৃশ মর্টার শেল উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যার দিকে খবর পেয়ে বোম্প ডিসপোজাল ইউনিট নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

সদরঘাট থানার ওসি আবদুর রহিম বলেন, পূর্ব মাদারবাড়ি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। এসময় পাইলিংয়ের মাটি তুলতে গিয়ে বোমাসদৃশ ছয়টি বস্তু দেখতে পান নির্মাণশ্রমিকরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়। দেখে মনে হচ্ছে এগুলো মর্টার শেল এবং অনেক পুরোনো। বোমাগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বোম্ব ডিস্পোজাল ইউনিটকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।