গাজীপুরে ডিজিটাল বিশ্ববিদ্যালয় করবে সরকার


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

তথ্য ও যোগাযোগ শিক্ষার মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করতে ডিজিটাল বিশ্ববিদ্যালয় করবে সরকার। গাজীপুরের হাইটেক পার্কে এ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয় আইন নীতিগত অনুমোদন করেছে সরকার। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, বর্তমান খসড়ায় এটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামে রয়েছে। তবে মন্ত্রিসভা থেকে পর্যবেক্ষন দেয়া হয়েছে এটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরণ করা যায় কিনা।

তিনি আরো জানান, সোমবারের সভায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তৃতীয় পর্যায় অনুমোদন করেছে সরকার। দেশের ১৭টি জেলায় ১৭টি উপজেলায় আসছে জানুয়ারি থেকে এ কর্মসূচি শুরু হবে। মোট ৪২,৫০০ জন বেকার যুবক-যুবতী এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ নিয়ে অস্থায়ীভাবে চাকরি পাবে। এতে সরকারের ব্যয় হবে ৬৬১ কোটি ১৯ লাখ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।