রিমান্ডে আসামির দেওয়া তথ্যে ব্যবসায়ীর চুরি যাওয়া পিস্তল উদ্ধার

চট্টগ্রামে রিমান্ডে আসামিদের দেওয়া তথ্যে এক ব্যবসায়ীর চুরি যাওয়া বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) সকালে সদরঘাট থানার বাংলাবাজার নাহার বিল্ডিং এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে গুলিসহ অস্ত্রটি উদ্ধার করে সদরঘাট থানা পুলিশ।
রিমান্ডে থাকা আসামিরা হলেন- আবু বক্কর সিদ্দিক ওরফে তারেক (২৩), মো. আরিফ হোসেন মেহেদী ওরফে মেহেদী হাসান (২৭) এবং মো. শাকিল বাবু ওরফে ছোট বাবু (২৬)। এর মধ্যে তারেকের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনের ১৩টি, মেহেদীর বিরুদ্ধে ২২টি এবং ছোট বাবুর বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, গত ১৯ জানুয়ারি রাতে পূর্ব মাদারবাড়ি এলাকার এক পরিবহন ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানের লকার ভেঙে চুরির ঘটনা ঘটে। ওইদিন লকার ভেঙে নগদ টাকার পাশাপাশি ওই ব্যবসায়ীর নিবন্ধিত একটি পিস্তল ও ৭ রাউন্ডগুলিসহ ম্যাগজিন চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় সদরঘাট থানায় মামলা হয়।
ওই মামলায় সম্প্রতি তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে রিমান্ডে ব্যবসায়ীর চুরি যাওয়া পিস্তলের তথ্য দেন তারা। এরপর আসামিদের উপস্থিতিতে ওই পরিত্যক্ত ভবন থেকে অস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এমডিআইএইচ/ইএ/এমএস