চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৫ মে ২০২৫
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, সংগৃহীত ছবি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে লাল পেলেং কিং বম নামে এক কেএনএফ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, কারাগারের কর্ণফুলী ওয়ার্ডে বন্দি ছিলেন লাল পেলেং কিং বম। লাল পেলেং বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে চিৎকার শুরু করেন। তার হাত-পায়ে খিঁচুনি শুরু হয়। এসময় দ্রুত তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেফতার হন লাল পেলেং। ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলা ছিল তার বিরুদ্ধে।

এমডিআইএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।