সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৫৩৩ জন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২১ মে ২০২৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫১৬ জন।

বুধবার (২১ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার ৫১৬ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৩৩ জনকে।

অভিযানিক কার্যক্রমে দুটি এলজি, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি শাবল, একটি বড় কাটার মেশিন এবং একটি বড় কাটার ব্লেড উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।

টিটি/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।