মৌসুমি বায়ু কখন আসবে, জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২২ মে ২০২৫

চলতি বছর স্বাভাবিকভাবেই বাংলাদেশের সীমানায় আসতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা। এবার জুন মাসের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু সারাদেশে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলা সনের আষাঢ় ও শ্রাবণ- এই দু’মাস বর্ষাকাল। মৌসুমি বায়ু প্রবেশের মাধ্যমেই দেশে বর্ষার আগমন ঘটে।

মৌসুমি বায়ু কখন আসবে, জানালো আবহাওয়া অফিস

বৃহস্পতিবার (২২ মে) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে।

আরও পড়ুন

মঙ্গলবার (৩১ মে) জ্যৈষ্ঠ মাসের ১৭ তারিখ। এদিন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের টেকনাফ উপকূলে এসে পৌঁছাতে পারে।

মৌসুমি বায়ু কখন আসবে, জানালো আবহাওয়া অফিস

বৃহস্পতিবার দুপুরে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে বলেন, জলবায়ু রীতি অনুযায়ী দেশে মৌসুমি বায়ুর প্রবেশ করে মূলত টেকনাফ অঞ্চল দিয়ে। ৩১ মে টেকনাফ, ১ জুন কক্সবাজার, ২ জুন চট্টগ্রাম ও ৪ থেকে ৫ জুন দেশের মধ্যাঞ্চলে মৌসুমি প্রবেশ করে। তবে সবসময় একই নিয়মে হয় না।

তিনি বলেন, এবার আশা করছি স্বাভাবিকভাবেই মৌসুমি বায়ু দেশে প্রবেশ করবে। এটা সারাদেশে জুনের প্রথম সপ্তাহে বিস্তার লাভ করতে পারে। এ সময় দেশজুড়ে ভারি বৃষ্টিপাত হতে পারে।

আরএএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।