নগর ভবনের তালা খুলে দিয়ে নাগরিক সেবা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ এএম, ২৭ মে ২০২৫
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ‘বিক্ষুদ্ধ নগরবাসী’

বিগত কয়েকদিন নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এ অবস্থায় অনতিবিলম্বে নগর ভবনের তালা খুলে দিয়ে নাগরিক সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোমবার (২৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুদ্ধ নগরবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারকে অনুরোধ করবো সিটি করপোরেশনের তালা খুলে দিয়ে আমাদের সেবা নেওয়ার ব্যবস্থা করে দিন।

খলিলুর রহমান নামের এক ভুক্তভোগী বলেন, আমি ৬৭ বছরের একজন বয়স্ক মানুষ। তিন দিন একটা সেবা নেওয়ার জন্য ঘুরছি, কিন্তু আমি সেটা পাচ্ছি না। আমি চাই আপনারা নগর ভবন খুলে দেন। আমরা সেবা পেতে চাই।

আবদুল মান্নান নামের আরেক ব্যক্তি বলেন, বিগত কয়েকদিন নগরবাসী তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

রাজু আহমেদ নামের আরেক ব্যক্তি বলেন, আমারা সাধারণ মানুষ, আমাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত করবেন না। আমরা চাই নগর ভবনের তালা খুলে দিয়ে নাগরিক সেবা দেওয়ার ব্যবস্থা করে দেবেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- মো. শাকিল, খাজা ফুয়াদ, মানজুরুল ইসলাম মাসুদ, মাসুম বিল্লাহ, ফখরুল ইসলাম, আনোয়ার হুসাইন, অ্যাডভোকেট ওয়ালিউল্লাহ, মো. আমিনুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান আহমেদ সুমন প্রমুখ।

এএএম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।