মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৮ মে ২০২৫
ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে/ফাইল ছবি

মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ২টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

বুধবার (২৮ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন জাগো নিউজে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে। তাই হালকা অনুভূত হয়েছে।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়। তবে অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূ-পৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরএএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।