পল্লবীতে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন, ঘাতক প্রেমিক আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৮ মে ২০২৫
পল্লবীতে স্বামী-স্ত্রী খুনের ঘটনায় আটক গাউস মিয়া/ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীর একটি বাসায় পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। নিহতরা হলেন- নাজমুল হাসান পাপ্পু (৩৬) ও দোলন আক্তার দোলা (২৮)।

পুলিশ বলছে, দোলার পরকীয়া প্রেমিক গাউস (৩৩) দুজনকে খুন করেছেন। তাকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে খবর পেয়ে পল্লবী থানার মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জাগো নিউজকে বলেন, মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় কিছুক্ষণ আগেই পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, ঘাতক পরকীয়া প্রেমিকের নাম গাউস। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। নিহত দোলন আক্তার দোলার বাড়ি বরগুনার সদর উপজেলায়।

টিটি/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।