চট্টগ্রাম জেলায় ঘুষ-তদবির ছাড়াই কনস্টেবল পদে চূড়ান্ত ১০৬ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:২৯ পিএম, ৩০ মে ২০২৫

চট্টগ্রাম জেলায় কোনো তদবির ও ঘুষ ছাড়াই কনস্টেবল পদে চূড়ান্ত হয়েছেন ১০৬ জন। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ড সভাপতি মো. সাইফুল ইসলাম সানতু বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন।

এর আগে সকাল ১০টায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৫ জন প্রার্থীর মধ্য থেকে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে কৃতকার্য ১০৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন পুলিশ সুপার। এসময় নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।

'সেবার ব্রতে চাকরি'-এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার বলেন, টিআরসি নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৫ হয়েছে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে।

'যেসব প্রার্থী প্রতিটি পরীক্ষায় শারীরিকভাবে যোগ্য, মেধাবী ও সৎ, শুধু তারাই তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে।'

এসময় নিয়োগ বোর্ডের সদস্য বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) রুহুল আমিন সাগর এবং কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মো. সেলিমসহ বিভিন্ন পদমর্যাদার অফিসাররা।

এমডিআইএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।