দুর্ভোগে ভরা বৃষ্টি মিরপুরে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ৩০ মে ২০২৫
চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কেটে রাখা রাস্তা, ছবি: জাগো নিউজ

টানা বৃষ্টিতে অনেক রাস্তায় জমেছে পানি। বরাবরের মতোই কিছু জায়গায় চলছে রাস্তার খোঁড়াখুঁড়ি। অলি-গলিতে খানাখন্দ। সব মিলিয়ে টানা বৃষ্টিতে দুর্ভোগ চরমে উঠেছে মিরপুরের কিছু এলাকায়।

শুক্রবার (৩০ মে) রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে হালকা ও মাঝারি বৃষ্টিতে নাজেহাল হতে দেখা গেছে পথচারী ও গণপরিবহনের যাত্রীদের।

গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল সকাল থেকে ঢাকায় টানা বৃষ্টি হয়েছে। বিকেলের পর বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। এতে মিরপুরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।

পল্লবীর মুসলিম বাজার ও কালশী এলাকায় চলছে রাস্তা মেরামতের কাজ। ওই এলাকাগুলোর জনজীবন বৃষ্টি আর কাদায় দুর্বিষহ হয়ে উঠেছে।

দুর্ভোগে ভরা বৃষ্টি মিরপুরে

পল্লবী মেট্রো স্টেশনের ফুটপাতেও পানি দেখা গেছে। প্রধান সড়কের বিভিন্ন স্থানে জমে ছিল পানি। বাস বা গাড়ি চলাচলে পানি ছিটে পড়েছে পথচারীদের গায়ে। স্টেশনের ডিভাইডারেও জমে ছিল পানি।

মিরপুর ১১, বর্ধিত পল্লবী, সুজাত নগর, কালশী এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে পানি দেখা গেছে।

কালশী উড়ালসড়ক থেকে পূরবী পর্যন্ত সড়কে গতকাল রাতে হাঁটুসমান পানি ছিল। সকাল হতে হতে সে পানি নেমেছে। এছাড়া সাংবাদিক আবাসিক এলাকার প্রধান ফটকের সামনের সড়কের পানিও নেমেছে।

মুসলিম বাজারের বাসিন্দা রাকিব হাসান বলেন, গতকাল রাতে বাজার ও বাজারের বাইরের সড়কে হাঁটুপানি ছিল। এখন পানি নেই কিন্তু ড্রেনের ময়লা আবর্জনা রাস্তায় পড়ে আছে। কাদা ও ময়লা মাড়িয়ে রাস্তায় হাঁটা কঠিন।

এসএম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।