২৪ এর গণঅভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির শেষ সময় ২ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯ এএম, ৩১ মে ২০২৫
২৪ এর গণঅভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির শেষ সময় ২ জুন/ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেকে এখনো সরকার অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তাদের জন্য সরকারিভাবে তালিকাভুক্ত হওয়ার শেষ সুযোগ দেওয়া হয়েছে।

২৮ মে স্বাস্থ্য অধিদপ্তরের এক চিঠিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, এমআইএস তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা নিচে দেওয়া হলো।

শেষ তারিখ: ২ জুন। জমাদানের স্থান: আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী সিভিল সার্জনের কার্যালয় (জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন অনুযায়ী ঠিকানা অনুসরণযোগ্য)। আবেদনকারীকে নিজে উপস্থিত থেকে সব কাগজপত্র জমা দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ (প্রতিটি ৪ সেট করে): ১. জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের ফটোকপি। ২. যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সেই হাসপাতালের ছাড়পত্রের ফটোকপি (ডাক্তারের সিল ও স্বাক্ষরসহ) ৩. আহত স্থানের ছবি বা একটি পাসপোর্ট সাইজের ছবি।

মোট চার সেট ডকুমেন্ট প্রস্তুত করে তিন সেট সিভিল সার্জনের অফিসে জমা দিতে হবে। অবশিষ্ট এক সেট (ভেরিফায়েড হলে) জুলাই ফাউন্ডেশনে নির্ধারিত ফর্মসহ জমা দিতে হবে।

এসইউজে/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।