রাজধানীতে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ৩১ মে ২০২৫
ফাইল ছবি

রাজধানীর কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়ার পাটেরবাগ এলাকার একটি বাসায় ঘরে থাকা কীটনাশক পান করে এক কিশোরীর (১৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. মোসলেম উদ্দিন জানান, আমার মেয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। কয়েকদিন আগে ঢাকায় আসে। গতরাতে বাসায় তার মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মায়ের ওপর অভিমান করে রুমে চলে যায়। তার কিছুক্ষণ পরে কান্নার শব্দ শুনতে পেয়ে রুমে গিয়ে দেখি অসুস্থ হয়ে পড়ে আছে। পাশেই দেখি ছাড়পোকা মারার ওষুধের প্যাকেট ও নাপা-প্যারাসিটামল ওষুধের প্যাকেট পড়ে আছে। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি ভোলার দক্ষিণ আইশা থানার চরমাইনিকা গ্রামে। বর্তমানে তারা দক্ষিণ দনিয়ার পাটেরবাগ এলাকায় থাকতেন।

কাজী আল-আমিন/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।