বাড্ডায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ৩১ মে ২০২৫

রাজধানী বাড্ডার দক্ষিণ বার্তা নানিবাড়ি মোড় এলাকার একটি বাসায় মো. রবিন (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন রিপা বলেন, আমার ভাই মাঝে মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। তার কিছুটা মানসিক সমস্যা ছিল। কিছুদিন আগে ঢাকা মেডিকেলে মানসিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারপরে থেকে আমরা তাকে চোখে চোখে রাখতাম।গতকাল রাতে হঠাৎ তার নিজ ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়।

তিনি বলেন, আমাদের বাড়ি ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানায়। বর্তমানে দক্ষিণ বাড্ডা নানিবাড়ি মোড় এলাকার একটি টিনশেড বাসায় পরিবারের সঙ্গে থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।