ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ৩১ মে ২০২৫

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে টানা বা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আট বিভাগেই আকাশের একই অবস্থা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী সপ্তাহের শনিবার উদযাপন করা হবে পবিত্র ঈদুল আজহা। এই দিনে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে এক ধরনের দুশ্চিন্তা রয়েছে সবার মধ্যে।

শনিবার (৩১ মে) দুপুরে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশে আগামী কয়েকদিনে ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির কোনো আভাস নেই। তবে এখন যেহেতু দেশব্যাপী মৌসুমি বায়ু বইছে, তাই আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ঢাকায় শনিবার ভ্যাপসা গরমের পর বৃষ্টি হয়েছে। আগামীকালও ঢাকাসহ সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ২ জুনের দিকে বৃষ্টি কমে আসবে। কিন্তু একেবারে থেমে যাবে না। সপ্তাহজুড়ে সারাদেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে। তবে রাজশাহী ও রংপুরে বৃষ্টির তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে। ঈদের দিন সারাদেশেই বৃষ্টি হতে পারে। তবে তিনদিন আগে আরও সুনির্দিষ্ট করে বলা সম্ভব। এই সময়জুড়ে ভ্যাপসা গরম থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২ জুনের পর গরম কিছুটা বাড়বে এবং ৭ জুনের পর ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

শনিবার দুপুরে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, এখন বর্ষা মৌসুম। হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে। এ অবস্থা প্রায় ভ্যাপসা গরম অনুভূত হয়। যখন একেবারে ভারী বৃষ্টিপাত হয়, তখন গরম অনেকটা কমে যায়।

তিনি বলেন, আগামী সোমবার (২ জুন) থেকে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। তখন গরম অনেকটা বাড়তে পারে।

এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।