সন্দ্বীপে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০৪ জুন ২০২৫
নিহত মো. শিপন/ ছবি- সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে মো. শিপন (৪২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে মাইটভাঙ্গা ইউনিয়নের পাঁচ আইন্না গোপাট এলাকায় এ ঘটনা ঘটে।

শিপন মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনসারুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, শিপন মোটরসাইকেলে করে নোয়ার হাট থেকে শিবের হাটে যাচ্ছিলেন। পথে নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। শরীর থেকে একটি হাত ও মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তবে তার আগেই শিপনের মৃত্যু হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমডিআইএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।