রাজধানীতে বিসিএস প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৪ জুন ২০২৫
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার শান্তিনিকেতন এলাকার একটি বাসায় হিমেল দেবনাথ (৩০) নামে বিসিএস প্রস্তুতি নেওয়া এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাতে অচেতন অবস্থায় বাসায় পড়েছিলেন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিমেলকে হাসপাতালে নিয়ে আসা ডা. সুরঞ্জিত সরকার মৃদুল বলেন, হিমেল দেবনাথ বিসিএস পরীক্ষার্থী ছিলেন। রাতে শান্তিনিকেতনের বাসায় অচেতন অবস্থায় পড়েছিলেন। আমরা পুলিশকে খবর দিই। পুলিশের সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত হিমেলের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। ঢাকায় তেজগাঁও শিল্পাঞ্চল শান্তিনিকেতন এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।