ঈদযাত্রায় হঠাৎ বৃষ্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৫ জুন ২০২৫

ঈদুল আজহার প্রস্তুতি চলছে দেশজুড়ে। পশু কেনা, বাড়ি ফেরা আর কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন দেশের মানুষ। গত কয়েক দিনের বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি কিছুটা বেড়ে যায়। বৃহস্পতিবারও (৫ জুন) সকাল থেকে আকাশ মেঘলা ছিল।

দুপুর পর্যন্ত আকাশে মেঘ আর রোদের খেলা চলছিল। এর মধ্যে দুপুরে হঠাৎ আসে বৃষ্টি। এতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।

ঈদযাত্রায় হঠাৎ বৃষ্টি

জানা গেছে, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হয়। ফলে ঈদযাত্রা ও কোরবানির সময় আবহাওয়া কেমন থাকবে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়। আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে তাতে ঈদের দিন দেশের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এফএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।