বৃষ্টিপাত কমছে, বাড়ছে গরম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৪ জুন ২০২৫
দেশে গরম বাড়ছে/ফাইল ছবি

এবারে বর্ষা মৌসুমে শুরু থেকে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। গত ২২ জুনের পর থেকে ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত কমেছে। ফলে ভ্যাপসা গরম বেড়েছে।

আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তর পশ্চিমাঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, বর্ষাকালে বৃষ্টি বিচ্ছিন্নভাবে হয়। প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টিপাত থাকবে। এখন উত্তর পশ্চিমাঞ্চল আর সিলেটে বেশি বৃষ্টি হচ্ছে। আবার উপকূলীয় অঞ্চলে বৃষ্টি কমছে। আগামীকাল থেকে উপকূলীয় জেলায় বৃষ্টি বাড়বে।

তিনি বলেন, ঢাকায়ও বৃষ্টিপাত কমছে। আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল বুধবার ঢাকায় বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৪ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে ডিমলায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস মোংলায়।

আরএএস/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।