বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে বাংলাদেশ-জার্মানির অঙ্গীকার

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৬ জুন ২০২৫

বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বহুমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বহুমাত্রিক সম্পর্ক শক্তিশালী করতে রাষ্ট্রদূতের অবদানকে আন্তরিকভাবে স্বীকৃতি দেন। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং চলমান সংস্কার কার্যক্রমে জার্মান সরকারের অব্যাহত সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে দু’দেশের মধ্যে কানেক্টিভিটি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়। উভয়পক্ষই আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়িত্ব পালনকালীন সময়ে যে আন্তরিক সহযোগিতা ও আতিথেয়তা পেয়েছেন, তার জন্য গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা, জাতীয় উন্নয়ন এবং স্বাধীনতা ও সমৃদ্ধির পথে অব্যাহত অগ্রযাত্রার প্রশংসা করেন।

দুই পক্ষই আশা প্রকাশ করেন, দু’দেশের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করবে।

জেপিআই/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।