কেরানীগঞ্জে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ থানার কালেমডি এলাকায় সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. রনি (২২) নিহত হয়েছেন।শনিবার (২৮ জুন) দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পুলক বলেন, রনি তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। ওখান থেকে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি সিএনজি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম/জিকেএস