সাবেক সিইসি শামসুল হুদার জানাজা বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৭ জুলাই ২০২৫
সাবেক সিইসি এটিএম শামসুল হুদা, ফাইল ছবি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার জানাজা আজ (সোমবার) বাদ মাগরিব গুলশান সোসাইটি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। একই সঙ্গে আজ বাদ আসর বিকেল ৫টায় গুলশান সোসাইটির লেক পার্কে এ টি এম শামসুল হুদার প্রতি নাগরিক শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ বিষয়ে গুলশান সোসাইটির এক শোক সংবাদে বলা হয়েছে, গুলশান সোসাইটির তিনবার নির্বাচিত প্রেসিডেন্ট এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সোমবার বাদ আসর (বিকেল ৫টা) গুলশান সোসাইটি লেক পার্কে তার প্রতি নাগরিক শ্রদ্ধা নিবেদন।

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা এর আগে ৫ জুলাই শনিবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। স্ত্রী, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এ টি এম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তার কর্মজীবনে তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এমওএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।