সরকারি জায়গায় রিকশা গ্যারেজ

রাজধানীতে যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ০৯ জুলাই ২০২৫

সরকারি জায়গা দখল করে রিকশা গ্যারেজ স্থাপনের অভিযোগে রাজধানীর লালবাগ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চান মিয়াকে বিশেষ অভিযানে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৮ জুলাই) লালবাগের শহীদ গলি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, চাঁদাবাজ চান মিয়া লালবাগ থানাধীন বেড়িবাঁধের ঘোড়া পট্টিতে সরকারি জায়গা দখল করে রিকশার গ্যারেজ স্থাপন করে সরকারি জায়গা দখল করে রেখেছেন। লালবাগ থানাধীন শহিদনগর এলাকায় আওয়ামী সরকারের পতনের পর থেকেই অভিযুক্ত যুবদল সভাপতি চান মিয়া আধিপত্য বিস্তার করে এলাকার নিরীহ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন।

এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে আজিমপুর সেনা ক্যাম্প যুবদল সভাপতি চান মিয়াকে জোরপূর্বক চাঁদা গ্রহণ ও চাঁদাবাজি করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহিদনগর ৩ নাম্বার গলি থেকে আটক করে লালবাগ থানায় সোপর্দ করে।

বুধবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, চান মিয়াকে গতকাল মঙ্গলবার রাতে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

টিটি/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।