নির্বাচনে ১৮-৩৩ বছর বয়সীদের জন্য আলাদা বুথ রাখার নির্দেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৯ এএম, ১০ জুলাই ২০২৫
রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

আগামী নির্বাচনে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারদের জন্য ভোটকেন্দ্রগুলোতে আলাদা বুথ রাখার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বুধবার (৯ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

এদিন রাতে এ বিষয়ে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, এবার অনেক নতুন ভোটার ভোট দেবেন। শেখ হাসিনার আমলে তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪) নির্বাচনে কারচুপি হওয়ায় বিশাল তরুণ জনগোষ্ঠী ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়।

প্রধান উপদেষ্টা ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের পৃথক ভোটার তালিকা যেন করা যায় সে ব্যাপারটি খতিয়ে দেখতে নির্দেশনা দেন বলে জানান প্রেস সচিব।

এমইউ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।