দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১২ জুলাই ২০২৫
বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ সরকারের পতন হলেও এখনো দেশ পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (১২ জুলাই) চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের আয়োজনে ‘নবচিন্তা: তরুণদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের সভাপতিত্বে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের এহসান উদ্দিন সৌরভ ও রিদুয়ান হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উপদেষ্টা ও জামায়াত নেতা ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের আবালবৃদ্ধবনিতা প্রাণ দিয়েছে। হাসপাতালের বারান্দায় মৃত্যুপথযাত্রীদের করুণ চিত্র এখনও চোখে ভাসে। অনেকে হাত-পা হারিয়েছেন, কেউ কেউ সেদিনের গুলিতে প্রাণ হারিয়েছেন। এটি তরুণদের দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা দেশকে ভালবেসে নিজেদের তাজাপ্রাণ সপে দিয়েছেন।

তিনি তরুণদের ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকতে এবং ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানান।

এতে আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী, টিকে গ্রুপের ডিরেক্টর মোফাচ্ছেল হক প্রমুখ।

সেমিনার শেষে বিকেলে উপজেলা অডিটোরিয়ামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দপ্তরের জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।