হাসপাতাল থেকে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৪ জুলাই ২০২৫
প্রতীকী ছবি

চট্টগ্রামের আন্দরকিল্লা জেমিসন মেটারনিটি হাসপাতালের ভাইস চেয়ারম্যানের কক্ষ থেকে এক যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় হাসপাতালটির ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারীর অনিয়ম দুর্নীতির জন্য শাস্তি দাবি করা হয়।

রোববার (১৩ জুলাই) রাতে নগরীর আন্দরকিল্লা জেমিসন রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা গেছে, রোববার হাসপাতালটির ম্যানেজমেন্ট কমিটির সভা ছিল।

সভায় হাসপাতালে ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারীর বিভিন্ন আর্থিক অনিয়ম ও নারী কেলেঙ্কারী নিয়ে অভিযোগ তোলে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা উপস্থিত সোসাইটির বোর্ড সদস্যদের কাছে ইনচার্জের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় ছাত্ররা জানতে পারেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসূফের সঙ্গে দেখা করতে এসেছেন এক যুবলীগ নেতা আমিরুল ইসলাম শাহনুর। এ খবরে শাহনুরকে ধরে জিজ্ঞেসাবাদ করে ছাত্ররা।
পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া, হাসপাতালের নানা অভিযোগের বিষয়ে হাসপাতালের ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারীকেও জিজ্ঞাসাবাদ করে ছাত্ররা। এ সময় তার মোবাইলের কল লিস্ট চেক করা হলে হাসপাতালটিতে আওয়ামী আমলে দায়িত্ব পালন করা সাবেক চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সঙ্গে যোগসাজশের প্রমাণ পায়। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা ইনচার্জকে অফিস থেকে বের করে দেন।

এদিকে, হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির সভায় উপস্থিত একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে
বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

কমিটির চেয়ারম্যান ডা. ইমরান বিন ইউনূস বলেন, আজকে হাসপাতাল পরিচালনা কমিটির প্রথম সভা ছিল। এতে ছাত্র প্রতিনিধিরা হাসপাতালে ইনচার্জের বিভিন্ন অনিয়ম তুলে ধরে। পরে এক যুবলীগ নেতা হাসপাতালে এসেছেন এমন খবর পেলে তারা তাকে (যুবলীগ নেতা) ধরে পুলিশের হাতে তুলে দেন।

প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট কমিটির সদস্য আব্দুল আওয়াল চৌধুরী।

তিনি বলেন, সরকার পরিবর্তনের পর নতুন কমিটি না থাকার সুবিধার্থে নানা অনিয়ম করেছেন হাসপাতালের ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারী। যা নিয়ে ছাত্ররা অভিযোগ করেন। পরে তার ফোনের কললিস্ট চেক করে আওয়ামী দোসরদের সঙ্গে যোগাযোগের সত্যতা মিলেছে।

জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।