তিতাসের অভিযানে ৭ মামলা, লক্ষাধিক টাকা জরিমানা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:১০ পিএম, ২১ জুলাই ২০২৫
ফাইল ছবি

রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় রোববার (২০ জুলাই) তিতাসের অভিযানে এক লাখ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং সাতটি মামলা দায়ের করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং অননুমোদিত গ্যাস ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন অপসারণ, পুনঃস্থাপিত অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ এবং আবাসিক শ্রেণির আনুমানিক ১০৩টি দ্বিমুখী স্থাপনার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া, অননুমোদিত তিনজন গ্রাহকের মোট ৩৫টি চুলা বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং পাঁচটি মামলা দায়ের করা হয়।

গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়া এলাকায় পরিচালিত অভিযানে গ্যাসের চাপ বৃদ্ধিকারী বুস্টারের অবৈধ ব্যবহারের কারণে দুজন আবাসিক গ্রাহককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে মোট দু’টি মামলা দায়ের করা হয়।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজস্ব ফাঁকি রোধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং তিতাসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং সৈকত রায়হানের নেতৃত্বে এ দু’টি অভিযান পরিচালিত হয়।

এমইউ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।