চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৩০ পিএম, ২১ জুলাই ২০২৫
ছবি- সংগৃহীত

চট্টগ্রামে নি‌ষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুইকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য নি‌শ্চিত ক‌রা হয়।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই রাত আড়াইটার দিকে কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে ছাত্রলীগকর্মী ছানাউল হক চৌধুরী (২৭) ও তানজিল করিম মাহিনকে (২২) গ্রেফতার করা হয়।

পু‌লিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা যায় গ্রেফতাররা নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে লাঠিসোঁটা হাতে ও ইট-পাটকেল নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।

আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত আছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।