ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:০৯ এএম, ২২ জুলাই ২০২৫
ছবি- সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে পানিতে ডুবে আরহাম (২০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় ফটিকছড়ির দক্ষিণ পাইন্দং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশু আরহাম হাজী তোফায়েল আহমেদ সুফি বাড়ির মো. ফোরকান উদ্দিনের একমাত্র ছেলে সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি হৈচৈ শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরহামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়-স্বজনরা শোকাহত ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এমআরএম/এমএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।