তিতাসের অভিযানে ২৫০ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ জুলাই ২০২৫
ফাইল ছবি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে মুন্সীগঞ্জ জেলার পশ্চিম মুক্তারপুরে পাঁচটি জায়গায় ২ দশমিক ৫ কিলোমিটার এলাকায় ২৫০টি আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি পরিচালিত এ অভিযানে ২০ হাজার টাকার অধিক অর্থদণ্ড আদায় করা হয়।
সোমবার (২৮ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানানো হয়।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, উচ্ছেদ অভিযানে আনুমানিক ২০০ ফুট বিতরণ লাইন এবং ২৫০ ফুট সার্ভিস লাইন স্থায়ীভাবে অপসারণ ও জব্দ করা হয়।

এছাড়া, অনুমোদনবিহীন মোট পাঁচটি আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়। সরকারের রাজস্ব বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ এবং নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

এমইউ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।