জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৮ জুলাই ২০২৫
ফাইল ছবি

সিলেটের জাফলংয়ে মোবাইল কোর্ট অভিযানে ২৭ জুলাই পাথর বোঝাই ৫০টি নৌকা এবং বালুসহ পাঁচটি ট্রাক জব্দ করা হয়েছে।

এছাড়া, সুনামগঞ্জের তাহিরপুরে গত ২৪ জুলাই মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা পাঁচ হাজার ২ শত ৫০ ঘনফুটের বেশি পাথর জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৬২ হাজার ৫১০ টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আজ ২৮ জুলাই সোমবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।

তথ্য বিবরণীতে বলা হয়, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারের রাজস্ব নিশ্চিত করতে অবৈধ খনিজ সম্পদ আহরণ ও পরিবহনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এমইউ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।