একই পরিবারের ৭ জনকে হত্যাচেষ্টা, পাটালি গ্রুপের ৪ জন গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে একই পরিবারের সাতজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তারা হলেন- হাসান ওরফে পাটালি হাসান, ফরহাদ, রফিক ও আলমগীর ওরফে ফরমা আলমগীর। তাদের কাছ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের চার সদস্যকে চাপাতিসহ গ্রেফতার করেছে ডিবি।
- আরও পড়ুন
- মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসী শাহিনসহ গ্রেফতার ৪৪
- ‘পাটালি’ ‘লেভেল হাই’ ‘মাউরা ইমরান’ ‘লও ঠেলা’ গ্রুপের সদস্য তারা
গত ১৪ মে দিনগত রাত পৌনে ২টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ ইত্যাদির মোড়ের ৩৬১/বি বাসায় ঢুকে পাটালি গ্রুপের সদস্যরা একই পরিবারের সাত সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় স্বপন, সাব্বির, রাব্বি, কাসেম, আফজাল, ফাতেমা বেগম ও মামুন নামে আহত হন।
ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, সেদিন রাতে আমরা বাড়ির সামনে বসে ছিলাম। হঠাৎ দেখি দুজন কমবয়সী ছেলে আমাদের বাড়ির আশপাশে উঁকি দিচ্ছে। তখন আমি তাদের ডেকে জিজ্ঞেস করি তোমরা কারা। এ সময় কিশোরগুলো এমনভাবে কথা বলছিল মনে হলো তারা কোনো অপরাধ করতে এসেছে। তখন আমার সাথে দাঁড়িয়ে থাকা রাব্বি তাদের পরিচয় জিজ্ঞেস করায় তারা আরও উত্তেজিত হয়ে মারতে আসে।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতি দেখে রাব্বি তাদের একজনকে একটু কড়া ভাষায় কথা বলায় তারা আরও রেগে যায়। এরপর তাদের সঙ্গে হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা ফোন দিয়ে চার-পাঁচ মিনিটের মধ্যে দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের গ্রুপের ১০ থেকে ১৫ জন লোক এনে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে আমার হাতের রগ কেটে যায় এবং আমার পরিবারের সাতজন সদস্য গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।
টিটি/বিএ/জিকেএস