ঢাকাসহ ৫ বিভাগে অতিভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৩ আগস্ট ২০২৫
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ৫ বিভাগে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৩ আগস্ট) ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এছাড়া অন্য ৩ বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আরএএস/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।