চট্টগ্রামে বন্দুকসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৪ আগস্ট ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে বন্দুকসহ কামরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিনগত রাত দেড়টার দিকে হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ রেল লাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৪ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতেয়াবাদ রেল লাইনের পশ্চিমের বালুর টাল এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, একটি রামদা, একটি ধারালো ছেনি, চারটি ছুরি এবং ৫১টি ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

তিনি বলেন, কামরুলের বিরুদ্ধে ২টি হত্যা, ৫টি অস্ত্র ও ২টি মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে। এরমধ্যে একটি অস্ত্র মামলায় তিনি ৭ বছর দণ্ডপ্রাপ্ত। বাকি মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।