সাজিদুল ইসলাম দুলালের জাতীয় যুব পুরস্কার স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৪ আগস্ট ২০২৫
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়- ছবি জাগো নিউজ

সাজিদুল ইসলাম দুলালের জাতীয় যুব পুরস্কার স্থগিত করা হয়েছে। পুরস্কার স্থগিত করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) অফিস আদেশ জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এতে বলা হয়, গত ১২ আগস্ট সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫’। এ দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ জন সফল আত্মকর্মী ও সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন

এদের মধ্যে প্রতিক্ষণ যুব ফাউন্ডেশনের আল সাজিদুল ইসলাম দুলাল পুরস্কার পান। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য আসায় তার পুরস্কার স্থগিত করা হয়েছে।

মিথ্যা তথ্য দিয়ে যুব সংগঠনের নিবন্ধন নেওয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে সাজিদুল ইসলাম দুলালের বিরুদ্ধে।

আরএমএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।